Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিপক্ষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

রাজাপুরে ধর্ষণচেষ্টা মামলা

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১২:০১ এএম

ঝালকাঠির রাজাপুরে দুই ভাইসহ ৩ জনের নামে আদালতে ধর্ষণচেষ্টা মামলা দিযে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। হয়রানির শিক্ষার পরিবার ও এলাকাবাসী গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পশ্চিম রাজাপুর গ্রামের রাজাপুর-লেবুবুনিয়া সড়কে এ মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওই এলাকার জালাল উদ্দিন খান, বারেক খলিফা, বকুল বেগম ও কবিতা বেগম। বক্তারা অভিযোগ করেন, গত ২ জুলাই স্থানীয় ফারুক খলিফার স্ত্রী ও মেয়ের সাথে প্রতিবেশী মো. শফিকের স্ত্রী কবিতার পূর্ব বিরোধের জেরে মারামারি হয়। মারামারির ঘটনা ঘটলেও ফারুক খলিফা বাদী হয়ে গত ৪ জুলাই ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে তাঁর মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মারামারির সময় কোন পুরুষ ছিল না। তার পরেও প্রতিবেশী দুই ভাই শফিক ও রাজ্জাক এবং তাদের মামা মিজান খলিফার নামে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা দেয়। তাই অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি করেন বক্তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের ঘেষণা দেয়া হয় মানববন্ধন থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ