বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফেজ আব্দুল হামিদের ছেলে হাফেজ ইকবাল হোসাইন (৩৫) গত মঙ্গলবার দুপুর তিনটার দিকে কোরবানির গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। আর সে বাড়ি ফেরেনি। ওই দিন দৌলতখান বাজারে কোরবানির পশুর হাট বসেছিলো। নিখোঁজের ৩দিন পরপরও ছেলের সন্ধান না পেয়ে গত বুধবার দৌলতখান থানায় সাধারাণ ডায়েরি করে পরিবার। ডায়েরি নম্বর ২৪০। নিখোঁজ ইকবালের পিতা হাফেজ আব্দুল হামিদ জানান, গরু কেনার জন্য দৌলতখান বাজারের উদ্দেশ্যে ইকবাল বাসা থেকে বের হয় । এরপর থেকে তার কোনো খোঁজ নেই । তার ব্যবহৃত ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়েছে। এদিকে শুক্রবার ৮ জুলাই জুমার নামাজের পর হাফেজ ইকবালের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা। মানববন্ধনে হাফেজ আব্দুল হামিদ হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেতে প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী ও ভোলার পুলিশ সুপারসহ প্রশাসনের সহযোগিতার আবেদন জানান।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান জানান,জিডির আলোকে তদন্ত চলছে। তাছাড়াও ওই ব্যক্তির খোঁজ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।