বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহত আরো আট জনের পরিচয় শনাক্ত হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। গত ৪ জুন রাতের ওই ভয়াবহ ঘটনায় ৫১ জনের লাশ উদ্ধার করা হলেও পরিচয় মেলেনি ২২ জনের। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, শনাক্ত আটজন হলেন- আখতার হোসেন, আবুল হাশেম, মনির হোসেন, বাবুল মিয়া, সাকিব, মো. রাসেল, মো. শাহজাহান ও আব্দুস সোবহান ওরফে আব্দুর রহমান।
তিনি বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের পরিবার কাছে খবর দেওয়া হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ২৯ জনের লাশ আগেই হস্তান্তর করা হয়েছিল। এ নিয়ে ৩৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।