Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে দৃষ্টিনন্দন ড্রিম ওয়ার্ল্ড মিনি পার্ক উদ্বোধন

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ৮:৫৪ পিএম

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামে বিপুল লোকসমাগমের মধ্যে দিয়ে ড্রিম ওয়ার্ল্ড মিনি পার্ক উদ্বোধন। আজ ৭ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ টায় ফিতা কেটে দৃষ্টিনন্দন ট্রেন, বোট, মেরিগো, নৌকা, বেবীজোন, দোলনা, সুন্দরবনের রযেল বেঙ্গল টাইগার সাদৃশ্য বাঘ, হরিন, পাখি, ফোয়ারা,জাম্পিং স্পএিং সহ অর্ধশতাধিক রাইডস স্থাপনের মনোমুগ্ধকর ড্রিম ওয়ার্ল্ড মিনি পার্ক উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

এ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, কৃষি বিষয়ক সম্পাদক খায়রুল আহসান খায়ের, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পার্কের প্রতিষ্ঠাতা সরোয়ার সামসুল আলম ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাফর খান, দৈনিক সাথী পত্রিকার সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন, দুমকি প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ