প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দর্শকপ্রিয় গায়িকা পড়শী। খুদে গানরাজের এই শিল্পী অসুস্থ। তার মুখে অস্ত্রোপচার করা হয়েছে। ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডা. মো. তাহসিন আহমেদ এবং ডা. প্রফেসর আবুল হান্নানের অধীনে পড়শীর মুখে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে পড়শী বাসায়ই বিশ্রামে রয়েছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন পড়শীর মা।
পড়শীর মা বলেন, ‘পড়শী ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিলেন। তাই তার মুখে অস্ত্রোপচার করা হয়েছে। এটি একটি মেজর অপারেশন ছিল। এজন্য সময় লেগেছে তিন ঘণ্টা। মুখের ভেতরে অনেকগুলো সেলাই করা হয়েছে। এখন পড়শী পুরোপুরি বিশ্রামে রয়েছে। খুব ধীরে ধীরে কথা বলতে হয়। সবাই পড়শীর জন্য দোয়া করবেন। যাতে দ্রুত সুস্থ হয়ে পড়শী আবারও কাজে ফিরতে পারে।’
এদিকে গানের বাইরে অভিনয়েও প্রায় সময় চমকে দেন পড়শী। সেই সূত্রে এবারের ঈদে মুক্তি পাচ্ছে পড়শী অভিনীত একটি বিশেষ নাটক। নাম ‘শাদী মোবারক’। এতে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন এই গায়িকা-নায়িকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।