রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের মাদ্রাসার ছাত্র জোবায়ের হোসেন জসিম (১২) নিখোঁজের ১২ দিন অতিবাহিত হলেও তার সন্ধান মেলেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে অনুসন্ধান করে জসিমের খোঁজ না পেয়ে গত শুক্রবার থানায় সাধারণ ডায়েরী করেন। জানা গেছে, জোবায়ের হোসেন জসিম উত্তর রাজীবপুর গ্রামের আসেদুল ইসলামের পুত্র। জসিম পশ্চিম ছাপড়হাটী হাজীপাড়া শিশু সদন হাফিজিয়া মাদ্রাসার হেফজো বিভাগের ছাত্র। বর্তমানে সে কোরআনের ১৭ পারার হাফেজ। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় জসিম মাদ্রাসা থেকে বাড়িতে যায়। পরদিন ১৫ নভেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু সে মাদ্রাসায় যায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। এরপর থেকে জসিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জসিমের বাবা আসেদুল জানান, পরিবারের ভরণ-পোষণের জন্য তিনি ঢাকা শহরে রিক্সা চালায়। ছেলে নিখোঁজের সংবাদ পেয়ে বাড়িতে ফিরে অনেক খোঁজাখঁজি করেন। ছেলের সন্ধান না পেয়ে থানায় জিডি করেন। জসিমের গায়ের রং শ্যাম কালো উচ্চতা ৪ ফুট। পরনে সাদা ব্লু রংয়ের ফুল প্যান্ট, গায়ে জাম কালার টুপিওয়ালা স্যুয়েটার ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।