Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তের জুয়াড়ির জরিমানা

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাবনার চাটমোহরে ১৩ জুয়াড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শেহেলী লায়লা প্রত্যেক জুয়াড়িকে ২শ টাকা করে জরিমানা করেন। জুয়াড়িরা হলো, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের স্বপন খাঁ, আব্দুল ওহাব, মৃত ছোবাহান প্রাং-এর দুই ছেলে আল মাহমুদ ও জামাল প্রাং, মো. শামসু, মৃত রাজু খাঁর দুই ছেলে মোসলেম খাঁ, মকছেদ খাঁ, আজিজুল হক, নজরুল ইসলাম, বেলায়েত হোসেন, হাফিজুর রহমান, শাহাদত হোসেন ও আঃ হামিদ। থানার ওসি মো. একরামুল হক সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভবানীপুর বাজার এলাকার একটি চা-স্টলে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে গত শুক্রবার সকালে আটক জুয়াড়িদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপরোক্ত দ-াদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ