Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কনসার্ট চলাকালে অচেতন গিটারিস্ট কার্লোস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২২, ৫:০৫ পিএম

৭৪ বছর বয়সী মার্কিন কিংবদন্তী গিটারিস্ট কার্লোস সানতানা ‘পাইন নব মিউজিক থিয়েটার’-এর এক আউটডোর কনসার্টে পারফর্ম করছিলেন। স্থানীয় সময় রাত ১০টা নাগাদ চিকিৎসকরা স্টেজে ওঠেন কার্লোস সানতানা। কনসার্টে অতিরিক্ত গরম ও পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। খবরটি হলিউড রিপোর্টারকে নিশ্চিত করেছেন তার ম্যানেজার মাইকেল ভ্রিওনিস।

জানা গেছে, তীব্র গরমে ঘেমে শরীরে পানিশূন্যতা তৈরি হওয়ায় অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। কনসার্ট থেকে সানতানাকে সরাসরি নিয়ে যাওয়া হয় ম্যাকলারেন ক্লার্কস্টন হাসপাতালের জরুরী বিভাগে। সেখানে তাকে অবসারভেশনে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়।

বর্তমানে কার্লোস সানতানার অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার।

এদিকে ঘটনার কিছুক্ষণ পরে এই কনসার্টের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় সানতানাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে। এসময়ে দর্শকদের হাত নাড়ছিলেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ