Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মর্মান্তিক ঘটনায় পিতা ও পুত্র নিহত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁয় পুত্রের বটির আঘাতে পিতা এবং বড় ভাইয়ের শীলের আঘাতে পিতার হত্যাকারী ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। নির্মম এই ঘটনাটি বৃহস্পতিবার রাত ১১টায় সদর উপজেলার শিমুলিয়া গ্রামে সংঘটিত হয়েছে। এই ঘটনায় পিতা তাজিম উদ্দিন সরদার (৭০) এবং পুত্র আশরাফুল ইসলাম (২২)-এর মৃত্যু হয়েছে।  এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়েছে। নওগাঁ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো: তোরিকুল ইসলাম জানিয়েছেন, ঐ গ্রামের কৃষক তাজিম উদ্দিন, তার বড় ছেলে বয়তুল এবং ছোট ছেলে আশরাফুল ইসলাম সবাই কমবেশি মানসিকভাবে অসুস্থ্য। মাঝে মাঝেই ঐ পরিবারের সদস্যদের মধ্যে পাগলামী দেখা যায়। এরই ধারাবাহিকতায় ঘটনার সময় ছোট ছেলে আশরাফুল ইসলামের পাগলামী বেড়ে যায়। প্রচÐভাবে উত্তেজিত হয়ে পড়ে। তাকে শান্ত করতে একটি ঘরে আটকে রেখে বাইরে থেকে বন্ধ করে দেয়া হয়। কিন্তু ঐ ঘরে তাদের পিতা তাজিম উদ্দিন শুইয়ে ছিল তার তারা জানতোনা। উত্তেজনায় এটা সেটা ভাঙচুরের এক পর্যায়ে বটি দিয়ে পিতার পেট, দুই হাত ও মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে ভুঁড়ি বেরিয়ে যায়।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার শুনে ঘর খুলে পিতার ঐ অবস্থা দেখে বড় ছেলে বয়তুল শীল দিয়ে ছোট ভাই আশরাফুলের মাথায় সজোরে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের বাড়ির এই হৈ চৈ শুনে প্রতিবেশীরা এসে মারাত্মক আহত অবস্থায় আশরাফুল ইসলামকে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মান্দা ফেরিঘাট পৌঁছলে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ মো: তোরিকুল ইসলাম এবং চÐিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল ঘটনাস্থল পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ