Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশী পানিসীমা থেকে ৫ ভারতীয় জেলে আটক

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে বাংলাদেশী পানি সীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ভারতীয় চার জেলেকে আটক করে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে সুন্দরবন বন বিভাগ ও বিজিবি। গতকাল শুক্রবার দুপুরে সুন্দরবনের হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকা থেকে স্মার্ট পেট্রল টিমের সদস্যরা তাদের আটক করার পর কৈখালী স্টেশন কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারতীয় বিএসএফ’র কাছে তাদের হস্তান্তর করে। ফেরত দেয়া জেলেরা হলেনÑ ভারতের দক্ষিণ ২৪ পরগণা জেলার মুড়াখালী গ্রামের মৃত জিল্লুর সরদারের ছেলে হোছেন সরদার এবং একই গ্রামের কামাল সরদারের ছেলে এবাদুল্যা সরদার, জামাল সরদারের ছেলে খয়রুল সরদার ও হারা সরদার এবং খয়রুল সরদারের ছেলে কারিমুল্যা সরদার। এসময় একটি ট্রলারসহ মাছ ধরার আনুসাঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত টহল দেয়ার সময় বাংলাদেশের পানি সীমানা হতে এসব জেলেদের আটক করা হয়। পরে তাদের বনবিভাগ ও বিজিবি যৌথভাবে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ