রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের আব্দুল গফুর (৫৫) নামে এক কলেজ শিক্ষকের বাড়ি থেকে উদ্ধারকৃত বস্তুটি বোমা নয়। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব হেডকোয়ার্টারের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মেজর মশিউর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, ঢাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেড কোয়ার্টারের বোমা নিস্ক্রিয়করণ টিম এসে পরীক্ষা করে দেখেছে যে টেপে মোড়ানো বস্তুটি বোমা নয়। তবে আতঙ্ক সৃষ্টি করতে বোমার আদলে এটা তৈরি করা হয়েছিল। এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান ইনকিলাবকে জানান, বোমা সাদৃশ্য বস্তুটি দেখার পর পুলিশ স্কোয়াড দিয়ে সকাল থেকে বাড়িটি ঘিরে রেখে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডকে খবর দেওয়া হয়। রাতেই বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এসে বস্তুটি পরীক্ষা নিরীক্ষা করেন এবং সেটি বোমা নয় বলে নিশ্চিত করেন। তিনি আরও বলেন, বোমা সাদৃশ্য বস্তুটি রেখে আতঙ্ক ছড়ানোর এ ঘটনাটির তদন্ত চলছে। শিগগিরই অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।