Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধানকাটা কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা!

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে ধানকাটাকে কেন্দ্র করে আবুল কালাম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় ভ‚ঁইয়া গাজীবাড়ির ইউছুপ ও তার তিন ছেলে রুবেল, মোরশেদ, ইসমাইলসহ চার-পাঁচজন মিলে আবুল কালামকে বসতঘর থেকে জোর করে ধরে নিয়ে এসে বাড়ির পুকুর পাড়ে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার তিনদিন আগে ধান কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ইউসুফ ও তার তিন ছেলে মিলে আবুল কালামকে দিন-দুপুরে পিটিয়ে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত আবুল কালাম ধর্মপুর ইউনিয়নের কোটেরপাড় এলাকার পেতি বাদশাবাড়ির মৃত শামসুল আলমের ছেলে। এদিকে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ