Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের যত অপকর্ম, পত্রিকার পাতায় জায়গা হবে না : মান্না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ৫:৪২ পিএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ সরকার যতসব অপকর্ম করেছে তা একটি পত্রিকাতে জায়গা হবে না। শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের মানুষেরা তাদের অপকর্ম জেনে গেছে। জনতার ঐক্যবদ্ধ শক্তি দিয়ে এ সরকারকে রুখতে হবে।

আজ মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তৃনমূল নাগরিক আন্দোলন আয়োজিত বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ নোমানীর ওপর হামলাসহ সারা দেশব্যাপী সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা দেখছি পদ্মা সেতুর নাট-বল্টু এক যুবক খালি হাতে খুলছে। তাকে আটক করা হলো। সরকার বলছে সে রেন্স দিয়ে খুলেছে। তবে সেই ছবি দেখানো হচ্ছে না। এমনকি সেই ছেলেকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আজ সারাদেশে শিক্ষকদের উপর নির্যাতন হচ্ছে।

তিনি বলেন, সরকার বলে বিএনপিকে বোঝান নির্বাচনে আসতে। আমরা এ সরকারের অধীনে নির্বাচনে যাব না। কত উৎসব হলো বিদ্যুৎ নিয়ে। আর এখন লোডশেডিংয়ের জন্য টিকে থাকা দায়। আপনাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। আন্দোলন চলছে। আওয়ামী লীগ বড় দল ছিল, জনপ্রিয় ছিল। আজ নেই। এটা তাদের রাজনৈতিক পরাজয়।

তৃনমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি, মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, বাংলাদেশ নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাসেম মজুমদার, মাওলানা একেএম আশরাফুল হকসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মান্না


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ