বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদুল আজহার আর মাত্র ৫ দিন বাকী, বগুড়ার আদমদীঘি ও সান্তাহারে কোরবানির পশুর হাটগুলোতে গরু ও ছাগলের ব্যাপক আমদানি হলেও এবার হাটে, ক্রেতা কম দেখা যাচ্ছে, যার কারণে বেচা-কেনাও হচ্ছে কম। তবে এবার অতিরিক্ত হারে টোল আদায়ের অভিযোগ উঠেছে। প্রতি বছরের ন্যায় এবারও আদমদীঘি সদর, নশরৎপুর, সান্তাহার, রাধাকান্ত কোরবানির পশুর হাটে ব্যাপক গরু , ছাগলের আমদানি লক্ষ্য করা যাচ্ছে। তবে এবারের হাটে বাইরের পাইকার এবং স্থানীয় ক্রেতার সংখ্যাও যেমন কম দেখা যাচ্ছে, তেমনি গত বছরের ন্যায় এবার বেচা-কেনা কম, তবুও ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত হারে টোল নেয়ার অভিযোগ উঠেছে। সান্তাহার রাধাকান্ত হাটে সরকারি নিয়ম অনুযায়ী ক্রেতাদের নিকট থেকে গরু প্রতি ৫০০ টাকা করে নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে ৭০০ টাকা আর বিক্রেতার নিকট থেকে নেওয়া হচ্ছে ১০০ টাকা। এছাড়াও আদমদীঘি উপজেলা সদর ও নশৎপুর হাটে প্রায় একই হারে টোল আদায়ের অভিযোগ ঊঠেছে। নিয়ম অনুযায়ী হাটে টোলের তালিকা টাঙ্গানোর কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনি রায় সাথে ইনকিলাবকে জানান, টোল বেশি নেওয়ার কথা নয়, টোল বেশি নেওয়া হলে ইজারাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।