বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্যা কবলিত এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের কথা ভেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। গতকাল রোববার একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি (কোর কমিটি) সিদ্ধান্ত অনুযায়ী বন্যা কবলিত এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা ৮ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। আগামী ১৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ইউনিট/উপ-ইউনিট প্রতি নির্ধারিত টাকা জমা দেওয়া যাবে। এছাড়া আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।