Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে জাহিদ হাসান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হচ্ছেন অভিনেতা জাহিদ হাসান। ‘বেয়াইন সাহেব’ শিরোনামে একটি গানে মডেল হবেন তিনি। প্রীতম হাসানের সুর-সংগীতে গানটি গেয়েছেন প্রতীক হাসান। মিউজিক ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, কাজটি করছি দায়িত্ববোধ থেকে। এখানে দুই ধরনের দায়িত্ববোধের কথা আমি বলতে পারি। গানটির উদ্যোক্তা গীতিকবি ও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের প্রধান আসিফ ইকবালের বড় ভাই প্রয়াত ছদরুল পাশা আমার বড় ভাইয়ের বন্ধু ছিলেন। আমাদের পারিবারিক সম্পর্ক আছে। আসিফ একদিন বাসায় আসেন। আমাকে গানের বিষয়টি বলেন। দ্বিতীয় দায়িত্ববোধ হচ্ছে, ছোটবেলায় বিয়েবাড়িতে গেলে নানা লোকজ গান শুনতাম। কত গান বিয়েবাড়ির নানা পর্বে ব্যবহৃত হতো! এখন তা আর হয় না। দেখি, বিয়েবাড়িতে বাজছে হিন্দি গান। এমনকি আমি শুটিংয়ে কিংবা পিকনিকে গিয়েছি, তখনও দেখেছি লোকজন নৌকায়-বাসে হিন্দি গান বাজাচ্ছে। খারাপ লাগে। আসিফ সেদিন বিয়েবাড়ির একটি গানে অভিনয়ের প্রস্তাব দেয়, আমি তখন রাজি হয়ে যাই। তারপর শুনলাম, এ গানটি করবে মিলু (প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু) ভাইয়ের ছেলেরা। সব মিলিয়ে কাজটি করার যথেষ্ঠ আগ্রহ তৈরি হয়। মিউজিক ভিডিওতে জাহিদ হাসানের সহশিল্পী হিসেবে থাকবেন শার্লিন ও সিয়াম। আর এটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ