Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে রেলওয়ে টিএলআরদের লালমনি এক্সপ্রেস ঘন্টাব্যাপী অবরুদ্ধ

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ৯:০৭ পিএম

বাংলাদেশ রেলওয়ে অনিয়মিত শ্রমিক (টিএলআর) প্রথা বাতিল করে আউটসোর্সিং পদ্ধতিতে সেবা গ্রহণ নীতিমালার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কর্মরত টিএলআরদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ রেলওয়ে টিএলআর কর্মচারী সংগ্রাম পরিষদের আয়োজনে লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সময় লালমনিরহাট বিভাগের অধীন অস্থায়ী রেলওয়ে কর্মচারীদের (টিএলআর)রা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন। উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, টিএক্সআর, সিগন্যালিং, ইলেকট্রিক্যাল ও ট্রান্সপোর্টেশনে কর্মরত দুই শতাধিক টিএলআর উপস্থিত ছিলেন।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের বক্তারা বলেন, আউটসোর্সিং প্রথা মানি না, মানবো না। রেলওয়ের প্রচলিত টিএলআর প্রথা চালু রাখো, রাখতে হবে। আউটসোর্সিং এর নামে রেলওয়েকে ধ্বংস করা চলবে না, চলবে না। এছাড়াও আগামীকাল সোমবার সকল টিএলআরদের কর্মবিরতি পালন করা ঘোষণা দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ