রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকার সাভারের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতি এবং বাকশিস শিক্ষক কর্মচারী।
গত শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে কুমিল্লা-সিলেট মহাসড়কের নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ ও শিক্ষক হত্যার আসামি জিতুর ফাঁসির দাবিতে এই মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নানু মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুল মোমেন, সাধারণ সম্পাদক মোকতল হোসেন, প্রধান শিক্ষক পরিমল বিকাশ দত্ত, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক জামাল কবির ও অমর চন্দ্র পাল।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন। আজ শিক্ষকদের হত্যা ও লাঞ্ছিত করা হচ্ছে। তারা শিক্ষক উৎপলের হত্যাকারী খুনি আশরাফুল ইসলাম জিতুর ফাঁসির দাবি করে বলেন, আর যেন কোন শিক্ষক এভাবে নিহত না হয়, সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।