Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীবরদীতে বিদ্যুৎ তারে জড়িয়ে কলেজছাত্রের মৃত্যু

শেরপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ১২:০২ এএম

শেরপুরের শ্রীবরদীর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া চরবন্দে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের তারে জড়িয়ে মঞ্জুরুল ইসলাম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে চরশেরপুর নয়াপাড়া দাখিল মাদরাসার অফিস সহকারী আনোয়ার হোসেন আহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, আজ সকাল নয়টার সময় শ্রীবরদীর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া চরবন্দে আমনের বীজতলা তৈরির জন্য সেচ দিতে যায় মনু মিয়ার কলেজ পড়ুয়া ছেলে মঞ্জুরুল ইসলাম ও তার চাচা চরশেরপুর নয়াপাড়া দাখিল মাদরাসার অফিস সহকারী আনোয়ার হোসেন। এসময় সেচের মোটরের বৈদ্যুতিক সংযোগ সমস্যা দেখা দেয়। এ সময় মঞ্জুরুল সেটা মেরামত করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ