রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে গতকাল রোববার বেলা ১২টায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উদীচি শিল্পীগোষ্ঠীর গোলাম কিবরিয়া, আ.লীগ নেতা বিপেন চন্দ্র রায়, নূরুননাহার নূরীসহ উপজেলার নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষক উৎপল কুমার হত্যার সঙ্গে যারা জড়িত তাদেকে আইনের আওতায় এনে অবশ্যই বিচার করতে হবে। এছাড়া শিক্ষকদের নিরাপত্তা রক্ষায় শিক্ষক সুরক্ষা আইন করার জোর দাবি জানান তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।