প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বহুবছর পর বলিউডে প্রত্যাবর্তন করছেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। যে অভিনেত্রীর সিনেমা দেখার জন্যে একসময়ে কঠোর অপেক্ষা করে থাকত সব দর্শকরা। সিনেমাতে তাঁর সাহসী দৃশ্যগুলি যেন সবকিছু ছাড়িয়ে যেত। বিশেষ করে, ‘মার্ডার’ ছবিতে ইমরান হাশমীরের সঙ্গে তাঁর রসালো মুহূতে‘ে প্রভাব এখনও দর্শকদের মনে বর্তমান। যাই হোক, মল্লিকা শেরাওয়াত এবং রজত কাপুর অভিনীত আরকে/আরকেওয়াই, আগামী ২২ জুলাই বড় পর্দায় মুক্তি পাচ্ছে। আর ওই দিনই রণবীর কাপুরের শামশেরা মুক্তি পাচ্ছে, সুতরাং হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্যেই প্রস্তুত দুটি ছবির নির্মাতারাই। বৃহস্পতিবার, আরকে/আরকে এর একটি নতুন ট্রেলার প্রকাশ পেয়েছে। এই ছবিতে মল্লিকা শেরাওয়াত এবং রজত কাপুর বাদে, রণবীর শোরে এবং কুব্রা সাইতও অভিনয় করেছেন। প্রায় দুই মিনিটের এই ছবির ট্রেলারটি পুরো সাসপেন্সে ভরা। সিনেমাটি পুরোটাই রহস্যে ঘেরা। ‘আরকে/আরকে’ ট্রেলারে, রজত কাপুর একজন উদ্বিগ্ন পরিচালক হিসেবে দেখানো হয়েছে। যিনি তাঁর নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। এরমধ্যে যখন তিনি সম্পাদনা কক্ষ থেকে একটি বিরক্তিকর ফোন কল পান। এবং সে বলে, তাঁর চলচ্চিত্রের নায়ককে ক্লিপে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আরকে তখন তাঁর দলবল নিয়ে নায়ককে খুঁজতে বেড়ায়। মল্লিকাকে এই ছবিতে প্রধান অভিনেত্রীর চরিত্রে দেখা হয়েছে, এবং বেশিরভাগ দৃশ্যেই তিনি গø্যামারাস শাড়ি পরেছেন। ‘আরকে/আরকে’ জুলাই মাসে ভারতে মুক্তি পাবে, এই ছবিটিকে, সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ফ্লোরেন্সে রিভার টু রিভার ফেস্টিভ্যাল, বুচেন ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল, অস্টিন ফিল্ম ফেস্টিভ্যাল এবং পুনে ইন্টারন্যাশনাল ফিল্ম সহ সা¤প্রতিক বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে দেখানো হয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন, প্রিয়ংশি ফিল্মস, এবং রচনা ও পরিচালনা করেছেন রজত কাপুর। এতে প্রধান ভূমিকায় রয়েছেন, মনু ঋষি চাড্ডা, চন্দ্রচূড় রাই, অভিজিৎ দেশপান্ডে, অভিষেক শর্মা, গ্রেস গিরধর, এবং বৈশালী মালহারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।