Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২২ বছরেই ২০ কোটি ফলোয়ার টিকটক স্টার খাবি লেমের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ১২:০২ এএম

সোশ্যাল মিডিয়ার ব্যাপক জনপ্রিয় টিকটক স্টার খাবি লেম। কথা না বলেও অঙ্গভঙ্গির মাধ্যমেও যে জনপ্রিয় হওয়া যায় তা নতুন করে প্রমাণ করেছেন খাবি। অনেকে তাকে চার্লি চ্যাপলিনের সঙ্গে তুলনা করেন। চ্যাপলিন যেমন কথা না বলেই কোটি কোটি দর্শকের মুখে হাসি ফোটাতেন, খাবিও ঠিক তেমনটাই করে থাকেন। তাঁর ‘লাইফ হ্যাকস’-এর বিভিন্ন ভিডিও ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও বেডরুমে, কখনও রান্নাঘরে অথবা কখনও ডাইনিং রুমে বানিয়ে ফেলেন মজাদার সব ভিডিও। তাঁর ভিডিও দেখে হাসি ফোটে নেটিজেনদের মুখে। কেবল অঙ্গভঙ্গির মাধ্যমে অনেক জটিল বিষয় সহজ করে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন খাবি। বছরের পর বছর মানুষের মুখে হাসি ফুটিয়ে চলেছেন তিনি। মাত্র ২২ বছরেই তাঁর অনুরাগীর সংখ্যা পেরোয় ২০ কোটির গÐি। তবে মানুষের মুখে হাসি ফোটালেও তাঁর ব্যক্তিগত জীবন ছিল জটিলতায় ভরপুর। খাবির বয়স যখন এক বছর তখনই সেনেগাল থেকে সপরিবারে ইতালিতে চলে আসেন তিনি। ছোট থেকেই ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত। তাই স্কুল-কলেজের গÐি পেরোতে পারেননি খাবি ওরফে খাবান লেম। একসময় কারখানা ও হোটেলের কর্মী হিসেবেও কাজ করেছেন। মাসিক বেতন বলতে বড়জোর হাজার ডলার করে পেতেন। এরপর ২০২০ সালে চাকরি থেকেও তাঁকে বরখাস্ত করা হয়। উপায় না পেয়ে খাবি সিদ্ধান্ত নেন, মজার ভিডিও বানিয়ে দর্শকদের মনোরঞ্জন করবেন। নতুন করে শুরু হয় তাঁর পথচলা। একের পর এক ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে শেয়ার করতে থাকেন। প্রথম এক মাস তাঁর ভিউজ হয় মাত্র ৯। সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল ২। কিন্তু হাল ছাড়েননি তিনি। দিন রাত এক করে ভিডিও বানিয়েছেন। ক্রমাগত প্রচষ্টা করেছেন ভিউজ বাড়ানোর। তাঁর চেষ্টার ফলও মিলেছে। হাতেগোনা কয়েকজন ফলোয়ার থেকে বর্তমানে তাঁর অনুরাগীর সংখ্যা পৌঁছেছে ২০ কোটিতে। টিকটকে সবচেয়ে বেশি ফলোয়াসে ‘অধিকারিণী চার্লি দি’ অ্যামেলিওকে টপকে গিয়েছেন খাবি। বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালেও অতিথি হিসেবে আমন্ত্রিত থাকেন। এড শিরান, লিওনেল মেসি’র মত বিখ্যাত ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন তিনি। এছাড়াও চলতি বছরের ২৪ জুন ইতালির নাগরিকত্ব পেয়েছেন খাবি লেম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ