Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে চ্যানেল আইতে নতুন ১৫ টেলিফিল্ম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ১২:০২ এএম

চ্যানেল আইতে ঈদুল আযহায় প্রচার হবে নতুন ১৫টি টেলিফিল্ম। এ ধারাবাহিকতায় ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অনাকাক্সিক্ষত বিয়ে’। রচনা. নঈম ইমতিয়াজ নেয়ামুল ও মারুফ রেহমান। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ এবং ঈদের দিন বিকেল ৪টা ১০ মিনিটে ‘প্রথম প্রথম প্রেম’। রচনায় ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম, নাবিলা, আরশ খান প্রমুখ। ‘পেইং গোস্ট’। রচনায় মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, সাবিলা নুর প্রমুখ। প্রচার হবে ঈদের ২য় দিন বিকেল ২টা ৩০ মিনিটে। ‘আমি রোকেয়া বলছি’। রচনা ও পরিচালনায় আশরাফুজ্জামান। অভিনয়ে সাবিলা নুর, মনোজ প্রামানিক প্রমুখ। প্রচার হবে ঈদের ৩য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্ম ‘বিয়ে আমি করবোই’। রচনায় আশরাফুল চঞ্চল, পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, সিরাজ ইসলাম, আফরোজা আক্তার। দেখানো হবে ঈদের ৩য় দিন বিকাল ৪টা ৩০ মিনিটে। ‘জটিল প্রেম’। রচনা ও পরিচালনায় নিকুল কুমার মন্ডল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, ওয়াহিদ মার্শাল প্রমুখ। প্রচার ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে। ‘নায়ক’, রচনায় মাশরিকুল আলম ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর প্রমুখ। দেখানো হবে ঈদের ৪র্থ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে। ‘পাতার বাঁশি’। চিত্রনাট্য মুনতাহা বৃত্তা ও পরিচালনায় সাইদুর রহমান রাসেল। অভিনয়ে আরশ খান, তাসনোভা তিশা, সালাহউদ্দিন লাভলু, জয়রাজ প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন বিকেল ২টা৩০ মিনিটে। টেলিফিল্ম ‘মাই বিউটিফুল ওয়াইফ’। রচনা. রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে তামিম মৃধা, সারিকা সাবা প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন বিকাল ৪টা ৩০ মিনিটে। ‘ঈদের সেমাই’। রচনায় মারুফ হোসেন সজীব পরিচালনায় মোহন আহমেদ প্রমুখ। অভিনয়ে তওসিফ, আইরিন আজাদ, অনিক, অন্ত করিম, আশরাফুল সোহাগ প্রমুখ। প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২াট ৩০ মিনিটে। টেলিফিল্ম‘ মিথ্যা তুমি সত্য তুমি’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে মামনুন ইমন, রুকাইয়া জাহান চমক, ডলি জহুর, আহসান হাবিব নাসিম প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে। ‘রুমাল ও ভালোবাসা’। রচনা ও পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, এ্যালেন শুভ্র, নিশাত প্রিয়ম, শিল্পী সরকার অপু প্রমুখ। প্রচার হবে ঈদের ৭ম দিন দুপুর ২টা ৩০ মিনিটে। ‘ফুলবউ’। রচনা ও পরিচালনায় মাহমুদ দিদার। অভিনয়ে খায়রুল বাশার, সামিরা খান মাহি, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। দেখানো হবে ঈদের ৭ম দিন বিকাল ৪টা ৩০ মিনিটে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ