Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পা শিন্দের জন্য ‘কপিল শর্মা শো’তে কাজ করার প্রস্তাব

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অ্যান্ডটিভির জনপ্রিয় সিটকম ‘ভাবী জি ঘর পার হ্যায়’-এর প্রযোজক বেনায়ফার কোহলির সঙ্গে বিবাদ এবং শেষ সিরিজটি থেকে বাদ পড়ার কারণে টিভি অভিনেত্রী সংবাদ মাধ্যমের বিষয়বস্তুতে পরিণত হয়েছিলেন। জানা গেছে জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’তে কাজ করার প্রস্তাব পেয়েছেন তিনি। এটাই অবশ্য প্রথম নয় এর আগেও তিনি কপিলের সঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন।
কথিত আছে এই ‘দ্য কপিল শর্মা শো’য়ের কারণেই তাকে ‘ভাবী জি ঘর পার হ্যায়’ ছাড়তে হয়েছে বা তিনি নিজেই ছেড়েছিলেন। তবে সে সময় তার ওপর নিষেধাজ্ঞা আরোপ হওয়াতে সম্ভবত তিনি সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি। এই সংবাদটি ই আবার ফিরে এসেছে। জানা গেছে, তাকে এবার শোতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করার অফার দেয়া হয়েছে।
এই সুযোগের কথা স্বীকার করে শিল্পা বলেছেন, “হ্যাঁ, আমাকে প্রস্তাব দেয়া হয়েছে। তবে কিছু চূড়ান্ত হয়নি। সবাই মনে করে আমাকে নিষিদ্ধ করা হয়েছে আর আমি কাজ পাচ্ছি না। ব্যাপারটা আসলে এমন নয়। আমি কোনও বিরতি ছাড়াই কাজ করে যাচ্ছি, ‘বিগ বস’ আর ‘ঝলক দিখলা যা’র মত শোতে কাজ করারও অফার আছে। আমি সবসময় কাজ করে এসেছি এবং কাজ করে যাব।”
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ