বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। শনিবার (১ জুলাই) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য, উপ-যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মোহাম্মদ হোসেন ও সহ-সম্পাদক মাহফুজুর রহমান নয়নকে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের বায়োডাটা জমা নিয়ে একটি তালিকা তৈরি করার জন্য দায়িত্ব করা হয়েছে।
এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য জানান, শেরপুর জেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ আরও আগেই শেষ হয়েছে। তাই মেয়াদোত্তীর্ণ এ কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। আমাদের তিনজনকে শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নামের তালিকা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
সিভি জমা দেওয়ার জন্য আগামী ১৫ দিন সময় দেওয়া হয়েছে। আমরা ঈদের পরদিন থেকে সিভি জমা নেওয়া শুরু করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।