Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে চোর সন্দেহে রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

কোম্পানীগঞ্জে স্থানীয় লোকজন এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত রোহিঙ্গা যুবকের নাম আব্দুর রহিম সে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪ নম্বর ডিপোর ২নং ক্যাম্পের ৪ নং টাওয়ারের নূর মোহাম্মদের ছেলে। গতকাল শনিবার দুপুরে তাকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সিএনজি স্টেশন থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সিএনজি স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা কালে স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে রোহিঙ্গা নাগরিক।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক সফিকুল ইসলাম রাজা বলেন, স্থানীয়রা তাকে চোর সন্দেহে আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে রোহিঙ্গা নাগরিক।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ