Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অভয়নগরে ভুয়া ইনকাম ট্যাক্স অফিসার আটক

অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

যশোরের অভয়নগরে ইনকাম ট্যাক্সের অফিসার পরিচয়ে ভুয়া টিন সার্টিফিকেট দিয়ে টাকা আদায়কালে উৎপল কুমার শীল নামের এক যুবককে ধরে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয় সুন্দলী বাজারের ব্যাবসায়ীরা। এসময় বাজারের ব্যবসায়ীদের কাছে দেয়া ভুয়া টিন সার্টিফিকেট ও একটি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করেছে পুলিশ। আটক উৎপল যশোরের মণিরামপুর উপজেলার চাপাকোনা গ্রামের রবীন্দ্রনাথ শীলের ছেলে। ঘটনাটি গতকাল শনিবার সকালে উপজেলার সুন্দলী বাজারে ঘটেছে।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, উৎপল কুমার শীল নিজেকে ইনকাম ট্যাক্সের অফিসার পরিচয় দিয়ে অভয়নগরের সুন্দলী বাজারে বেশ কয়েকদিন যাবৎ ভুয়া টিন সার্টিফিকেট দিয়ে টাকা আদায় করে আসছিল। গতকাল শনিবার সকালে একইভাবে টাকা নিতে আসলে ব্যবসায়ীদের সন্দেহ হয়। এসময় তারা তার কাছে পরিচয়পত্র দেখতে চাইলে সে দেখাতে না পারায় ব্যবসায়ীরা তাকে উত্তম-মাধ্যম দিয়ে অভয়নগর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ব্যবসায়ীরা জানায়, উৎপল কুমার শীল নিজেকে ইনকাম ট্যাক্সের অফিসার পরিচয় দিয়ে প্রায় ৩০ জন ব্যবসায়ীর কাছ থেকে ২/৩ হাজার টাকা করে আদায় করেছে। এছাড়া সে ওই এলাকার চৈতালী মন্ডল নামের এক মেয়েকে কাস্টমস্ এ কম্পিউটার অপারেটর পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছে। ভুয়া নিয়োগপত্রের কপিও উদ্ধার করেছে পুলিশ।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উৎপল কুমার শীল নামে এক যুবককে সুন্দলী বাজার থেকে আটক করা হয়েছে। বেশ কিছু টিন সার্টিফিকেট ও একটি নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো ভুয়া। যাচাই-বাছাই শেষে মামলার প্রস্তুতি নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ