Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুর জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

শেরপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

শেরপুর জেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য গত ১ জুলাই রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য, উপযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মোহাম্মদ হোসেন ও সহসম্পাদক মাহফুজুর রহমান নয়নকে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের বায়োডাটা জমা নিয়ে একটি তালিকা তৈরি করার জন্য দায়িত্ব প্রদান করা হয়। এ ব্যাপারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য জানান, শেরপুর জেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ আরো আগেই শেষ হয়েছে। তাই মেয়াদ উত্তীর্ণ এ কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। আমাদের তিন জনকে শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নামের তালিকা করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। সিভি জমা দেয়ার জন্য আগামী ১৫ দিন সময় দেয়া হয়েছে। আমরা ঈদের পরদিন থেকে সিভি জমা নেয়া শুরু করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ