Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফটিকছড়িতে দুস্থদের সেলাই মেশিন প্রদান

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

ফটিকছড়ির ভূজপুরে শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহান প্রতিষ্ঠিত ‘এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন’র উদ্যোগে ৩৫টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন এবং এক শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১১টায় স্থানীয় জামিয়া ইসলামিয়া আবু বকর সিদ্দিক (রা.) মাদরাসা মাঠে অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়।ফাউন্ডেশন’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুফতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুয়েতস্থ জমঈতু এহ্ইয়া আত-তুরাস আদ-দাহার চেয়ারম্যান শায়খ আহমদ হাসান আল-গাল্লাফ (হাফি:)। বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম চৌধুরী। এতে বক্তব্য রাখেন, ফাউন্ডেশন›র ভাইস-চেয়ারম্যান মাওলানা দিদারুল আলম, প্রবাসী মাওলানা মুহিবুল্লাহ আমিনী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ সেলিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ