রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে কালকিনি উপজেলা প্রেসক্লাবের ১৩তম সম্মেলন সম্পন্ন করা হয়েছে। গত শুক্রবার সকালে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সম্মেলন শেষে ২১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে বিজয় টিভি ও দৈনিক ইনকিলাবের কালকিনি উপজেলা সংবাদদাতা মো. ইকবাল হোসেনকে সভাপতি, দৈনিক জনতা ও দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার কালকিনি প্রতিনিধি বি.এম হানিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মো. মনিরুজ্জামান (দৈনিক খবরপত্র)কে প্রধান উপদেষ্টা করে সহ-সভাপতি করা হয়েছে খন্দকার শামীম হোসাইন (দৈনিক খবর বাংলাদেশ) ও মো. জিয়া উদ্দিন (শেখ লিয়াকত আহম্মেদ) মাই টিভি কে। মো. রিফাত উল্লাহ ও আবু তাহের খানকে যুগ্ম-সাধারন সম্পাদক, মুজিবুল হায়দার রাজ্জাক ও এস.এম শাহজালালকে সাংগঠনিক সম্পাদক, খোরশেদ আলমকে অর্থ-সম্পাদক, কহিনুর সুলতানাকে প্রচার, উজ্জল হায়দারকে দপ্তর, মো. সাইফুর রহমান টোকনকে সমাজসেবা সম্পাদক করা হয়েছে। কার্যকরী সদস্য করা হয়েছে আনোয়ার হোসেন মাস্টার, মুজিবুর রহমান, কাজী কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মাহমুদ, মশিউর রহমান রুলিন, মেহেদী হাসান মিন্টু, মাহমুদুর রহমান ইরান, সাকিবুল ইসলাম খলিল ও আফরিনকে। সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কালকিনির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।