Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর শিল্পকলা নির্বাচনে লাল-সবুজ পুর্ণ প্যানেলে বিজয়ী

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ৮:৪৬ পিএম

যশোর শিল্পকলা একাডেমির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২ জুলাই) জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে লাল-সবুজ পুর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।

প্রাপ্ত ফলাফলে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে দুটি পদে সাজ্জাদুর রহমান খান বিপ্লব (৪৮৬), ফারাজী আহমেদ সাঈদ বুলবুল (৪৪৪), সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু (৪৪০), দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে চঞ্চল কুমার সরকার (৪৩৪), অনুপম দাস (৪২৯), ৩ জন কার্যকরী সদস্য পদে বাসুদেব বিশ্বাস (৪৯২), ডাঃ আতিকুরজ্জামান (৪৮৬), শহিদুল হক বাদল (৪৩৯)। এবছর মোট আট পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দুটি পরিষদে (লাল-সবুজ ও রঙধনু) বিভক্ত হয়ে ৮টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সহসভাপতি ২ জন, সাধারণ সম্পাদক একজন, ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩ জন কার্যকরী সদস্য। এছাড়া শিল্পকলা একাডেমির মহাব্যবস্থাপক চারজন এবং জেলা প্রশাসক একজনকে কার্যকরি সদস্য হিসেবে মনোনয়ন দেবেন। এদিকে, শিল্পকলা একাডেমির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচন এলাকায় সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলায় পরিণত হয়। এছাড়া নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক-সুশীল সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ভোটউৎসবে সামিল হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ