Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলি ও ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম


ঈশ্বরগঞ্জে গুলি ও ইয়াবা সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আঠারবাড়ি বাজার এলাকা থেকে সবুজ মিয়া ও আনোয়ার নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলুয়ারি গ্রামের মৃত মহর উদ্দিন বেপারির ছেলে সবুজ মিয়া (৪২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনের একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় আঠারবাড়ি বাজারের স্টেশন রোড এলাকায় সবুজের সবুজ মাতৃ সাজঘর নামের দোকানে আঠারবাড়ি পুলিশ পুলিশ অভিযান চালায়। এ সময় সবুজের দোকান থেকে এক রাউন্ড সর্ট গানের তাজা গুলি ৬ রাউন্ড রাইফেলে ব্যবহৃত গুলির সম্মুখ অংশ ও ২১পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। অভিযানের সময় সবুজ মিয়া ও তার সহযোগী মাদক বিক্রেতা উত্তরবনগাঁও গ্রামের ইদ্রিস আলীর ছেলে আনোয়ার ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়। পরে গতকাল শুক্রবার তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে ময়মনসিংহ আদালতে পাঠায়।
ওয়ারেন্টভুক্ত ২ পলাতক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ