রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজশাহী গোদাগাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গোদাগাড়ী প্রধান ডাক ঘরের সংস্কার কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরেজমিন ঘুরে এর সত্যতাও পাওয়া যায়। গোদাগাড়ী প্রধান ডাকঘরে কর্মরত পোস্ট মাস্টার আব্দুল মতিন অভিযোগ করেন, গত ১৫ নভেম্বর অফিস সময়ে একজন মহিলা হঠাৎ করেই লেবার মিস্ত্রিসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে অফিসের সংস্কার কাজ করব বলে জানান। আমি সেই মহিলার নাম জিজ্ঞাসা করলে সে বলেনি। পোস্ট মাস্টার বলেন, অফিসের কি কাজ করবেন টেন্ডার কাজের সিডিউল দেখান? জবাবে মহিলা বলেন, সেটা আপনার দেখার কাজ না আমি অফিসের রং, টাইলস্ ও এসি স্থাপনের কাজ করব। এ কাজ ঢাকা হেড অফিস হতে অর্ডার হয়েছে। এসব কথা শোনার পর কর্তব্যরত পোস্ট মাস্টার আব্দুল মতিন রাজশাহী পোস্ট অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করলে তারা জানান, গোদাগাড়ী প্রধান ডাক ঘরের সংস্কার কাজ হবে এ তথ্য আমাদের কেউ ঢাকা প্রধান পোস্ট অফিস হতে অবগত করেনি। এসব তথ্য জানার পর পোস্ট মাস্টার একরকম দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান। প্রধান ডাক ঘরে ৬টি রুম থাকলেও মাত্র দুটি রুমে সংস্কার কাজ করবে বলে ঠিকাদারের ওই মহিলা জানান। পোস্ট অফিসের পুরো এলাকা ঘুরে দেখা যায়, বেশিরভাগ ঘরের ছাদের চটা উঠে গিয়ে রড দেখা যাচ্ছে যে কোনো সময় এগুলো ধসে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। অফিসের ক্যাশ ঘরটিও রয়েছে জরাজীর্ণ অবস্থায় যে কোনো সময় রড ও ফ্যান খুলে গিয়ে মাথার উপর পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেই সব ঝুঁকিপূর্ণ ঘরে সংস্কারের কাজ করা হবে না বলে জানা যায়। পোস্ট অফিসের কাজে নিয়োজিত শ্রমিক রমজান আলী ও আব্দুল আজিজের সাথে কথা বলে জানা যায়, আমার রাজশাহী শহরের লক্ষিপুর ভাটাপাড়া গ্রামের এক মহিলা হঠাৎ করে গোদাগাড়ীতে কাজ করার কথা বললে আমরা তাদের নির্দেশ মত কাজ করছি আমাদের কিছু করার নাই। ওই মহিলার নাম কি জিজ্ঞেস করলে বলেন আমরা তার নাম ও ঠিকানাও জানি না শুধু মোবাইলে কথা হয়। মহিলার ০১৭৬৮ ২৯৩২৫২ মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে মহিলার নাম জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি গোদাগাড়ী পোস্ট অফিসের যে কাজ হচ্ছে সেটা আমি দেখাশুনা করছি। সাংবাদিক পরিচয় দিয়ে তার নাম জিজ্ঞাসা করা হলে মহিলা নাম না বলে অন্য এক পুরুষ লোককে দিয়ে কথা বলায়। পরে তার নিকট হতে মহিলা ও পুরুষ লোকটির নাম বারবার জিজ্ঞাসা করা হলেও বলেনি বরং দ্রুত ফোনটি কেটে দেয়। লেবারের নিকট হতে ঠিকাদার মজিবুর হক মিলনের মোবাইল নং ০১৭১১ ৩৬৫৭৬৬ নিয়ে কথা বলা হলে তিনি বলেন, আমার ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর এন্টার প্রাইজ পোস্ট অফিসের কাজ করছে। কোনো টেন্ডার হয়নি ঢাকা হেড অফিসের ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন মৌখিকভাবে কাজ করতে বলেছেন বলে জানান। কত টাকার কাজ তিনি তাও বলেননি। হেড অফিসের ইঞ্জিনিয়ার ইকবাল হোসের মোবাইল নম্বর চাওয়া হলে তিনি তাও দিতে রাজি হননি। এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ জাহিদ নেওয়াজকে অবগত করা হলে তিনি বলেন, আমি গোদাগাড়ী প্রধান ডাক ঘরের পোস্ট মাস্টারের কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।