Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে করোনায় সাড়ে ৪ মাস পর একজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০১ এএম

সাড়ে চার মাস পর চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত দুই জনের মৃত্যুর তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জনের কার্যালয়। গত ২৪ ঘণ্টায় ৫২ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। গেল জুন মাসের শুরু থেকেই চট্টগ্রামে সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে শুরু করে। যদিও ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এখনও একশ’র নীচে, তবু স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে পরিস্থিতির আরও অবনতি হবে। গত ২৬ মাসে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে এক লাখ ২৭ হাজার ২৫৮। মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৬৩।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ