Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে ব্যাঙ বিক্রির অপরাধে ৩ জনের কারাদণ্ড

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০২ এএম

খাগড়াছড়ি শহরের বাজারে ব্যাঙ বিক্রির অপরাধে ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি হাটের দিন দুপুরে সহকারি বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেনকে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।

বন্য প্রাণি সংরক্ষণ আইনের খাগড়াছড়ি পৌর এলাকার বাসিন্দা রুবেল দাস, মোহাম্মদ হৃদয় ও আইয়ুব আলীকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান বলেন, পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে যে কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

জানা যায়, খাগড়াছড়িতে ব্যাঙের আরত রয়েছে। প্রতি বৃহস্পতিবার খাগড়াছড়ি বাজারে ১৫-২০টি ব্যাঙ বিক্রির দোকান বসে এবং প্রতি হাটবারে ৭০০-১০০০ কেজি পর্যন্ত বিক্রয় হয়। জেলার অন্যান্য বাজারেও কম বেশি ব্যাঙ বিক্রি হয়। জীবিত ব্যাঙের প্রতিকেজি বর্তমানে ১৮০ টাকা। দীর্ঘদিন যাবৎ অসাধু ব্যবসায়ীরা পার্বত্য এলাকায় অবাধে ব্যাঙের ব্যবসা করে আসলেও এটি বন্ধে তেমন তৎপরতা লক্ষ করা যায়নি। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসানকে মোবাইল কোর্ট পরিচালনার এ নির্দেশ প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ