রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোদাগাড়ীর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের ওপর হামলাকারীরা মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের পুত্র আব্দুল গাফ্ফার সন্ত্রাসীদের অব্যাহতভাবে হুমকি প্রদর্শনের জন্য গোদাগাড়ী মডেল থানায় গত বৃহস্পতিবার সাধারণ ডায়েরী করেছেন। জানা যায়, গত ২ নভেম্বর দেওপাড়া ইউনিয়নের নীলবোনা গ্রামের মোঃ আবুল কালাম আজাদ, সাগর ওরফে মিশরী ও শাহ্ আলম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ীতে ডেকে হত্যা করার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। সে দিনই আব্দুস সোবহানের ছেলে আব্দুল গাফ্ফার বাদি হয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করে। আসামিরা গত ১৭ নভেম্বর জামিনে এসে সকাল সাড়ে ৮টার দিকে মুক্তিযোদ্ধা সোবহানের পুত্র আব্দুল গাফ্ফারকে আসামি আবুল কালাম আজাদের বাড়ীর সামনে একা পেয়ে গালি-গালাজ করতে থাকে। সে নিষেধ করলে পুনরায় খুন-জখমসহ মামলা উঠাইয়া নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করে। এসব ঘটনা গত ২০ নভেম্বর গোদাগাড়ী থানায় ডায়েরীভূক্ত করা হয়। সাধারণ ডায়েরী করার বিষয়টি জানতে পেরে আসামিরা সকলে মুক্তিযোদ্ধা সোবহানের পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে হুমকি-ধামকি অব্যহত রেখেছে। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, বিষয়টি দ্রত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জনান। এদিকে হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মুক্তিযোদ্ধারা রাজাবাড়ী, গোদাগাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।