Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক সেবনকালে সহকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

তানোরে চোলাই মদ পান করার সময় সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্বে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ধান কাটা শ্রমিককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়। গতকাল শুক্রবার সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত শহিদুল ইসলামের উপজেলার বাঁধাইড় ইউপির বহড়ইল গুচ্ছ গ্রামের মোজাম্মেল হকের ছেলে। নিহতের মা সাফেরা বিবি জানান, ছেলে শহিদুল ইসলাম ও একই গ্রামের বাসিন্দা আফজালসহ ময়েন বেশ কয়েক দিন ধরে ধান কাটা কাজ করছিল। তার ছেলেকে হত্যা করার জন্য আফজাল ও ময়েন চোলায়মদ পান করান। এরপর তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। তিনি আরও জানান, বাড়ি থেকে প্রায় কোয়াটার কিলোমিটার দূরে হরিশপুর গভীর নলকূপের পাশে নিয়ে তার ছেলে শহিদুলকে হত্যা করা হয়েছে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আবদুস সালাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিহত শহিদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, চোলায়মদ পান করার সময় শহিদুল ও তার সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্বে হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত শহিদুলের মা সাফেয়া বিবি বাদি হয়ে আফজাল ও ময়েনসহ অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে তানোর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ