রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শরণখোলা মাধ্যমিক ও কলেজ শিক্ষক সমিতি। গত বৃহস্পতিবার বেলা ১১টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন সকল শিক্ষকবৃন্দ।
এসময় শিক্ষক উৎপলের হত্যাকারী জিতুর ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক আসাদুজ্জামান মিলন, কলেজ সমমান শিক্ষক সমিতির আহবায়ক মনিরুজ্জামান বাবুল, শরনখোলা সরকারি কলেজের প্রভাষক আকন আলমগীর, মাতৃভাষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার কবুলাসি, তাফালবাড়ি কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, আরকেডিএস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হাওলাদার, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া, রায়েন্দা পাইলট সরকারি হাইস্কুলের সহকারি শিক্ষক শাহিনুজ্জামান শাহিন প্রমুখ। বক্তারা হত্যাকারীর ফাঁসি এবং আর যেন কোন শিক্ষক এভাবে নিহত না হয় সেব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।