রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শাজাহান মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার জানকিখিলা গ্রামে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ওই ঘটনা ঘটে। মৃত শাজাহান মিয়া ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাজাহান মিয়া বাড়ির পাশে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। ওইসময় বিদ্যুতের ছেড়া তার স্পর্শ করলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।