Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে সীরাতুন্নবী (সা.) সেমিনার

মো. ওমর ফারুক, ফেনী থেকে | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০২ এএম

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) সেমিনার গত বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর হাসপাতাল মোড় সংলগ্ন ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলার সভাপতি মুফতি ইউসুফ কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী ওলামা বাজার মাদরাসার মুহতামিম, শাইখুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব সাহেব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ফরীদ উদ্দিন আল মোবারক, মুফতি রেজাউল করীম আবরার প্রমুখ। সেমিনারে বক্তাগণ বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। নবীকে সৃষ্টির উদ্দেশ্যেই আল্লাহ পাক এই বিশ্বকে সৃষ্টি করেছেন, মানবজাতির হেদায়েতের জন্য সৃষ্টি করেছেন। রাসূল (সা.)কে আল্লাহ পাক কোরআন এবং ইসলাম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেন কোরআন ও ইসলামকে সর্বত্র ছড়িয়ে দিতে এবং অন্যান্য মতাদর্শের উপর বিজয়ের আদর্শ প্রতিষ্ঠা করতে পারেন। বক্তারা বলেন, প্রকৃত মুসলমানদের অন্তর থেকে রাসূলের মহব্বত কেউ দূর করতে পারবে না। আজ রাসূলের সুন্নাত আমাদের মধ্যে অনুপস্থিত। রাসূলের সুন্নাতের অনুপস্থিতের কারনে মানুষ অধিকার বঞ্চিত হচ্ছে, মানুষ পদে পদে নির্যাতিত ও নিপিড়নের শিকার হচ্ছে। সমাজকে রাসূলের আদর্শে গড়ে তোলার জন্যেই জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কাজ করে যাচ্ছে। সেমিনারে জেলা-উপজেলার সর্বস্তরের ওলামা মাশায়েখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ