Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগেশ^রীতে ফিরোজ হত্যার বিচার দাবি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০২ এএম

কুড়িগ্রামের নাগেশ^রীতে কচাকাটায় ব্যবসায়ী আলতাফ হোসেন ফিরোজ হত্যার বাকি আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কচাকাটা-সোনাহাট সড়কের সুবলপাড় বাজারে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এলাকার ৩ শতাধিক বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশ গ্রহণ করেন। এ সময় বক্তব্য ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, স্থানীয় রফিকুল ইসলাম প্রমুখ। ফিরোজ হত্যাকান্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান বক্তারা।

উল্লেখ, গত ২৫ জুন রাতে উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালির কুটি এলাকার মৃত মুল্লুকচাঁনের ছেলেকে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেন পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার ও তাদের ফাঁসির দাবি করেন বক্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ