Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কয়েন নিয়ে বিপাকে ক্রেতা-বিক্রেতা

গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় কয়েন টাকা লেনদেনের চরম বিড়ম্বনায় পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। জানা গেছে, জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে সরকার বাজারে ৫, ২, ১ ও ০.৫০ টাকা মূল্যমানের কয়েন বাজারে ছাড়েন। এতে করে ভোক্তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের অনেক সুবিধা ভোগ করে আসলেও বর্তমানে বাজারে ৫ টাকার কয়েন লেনদেন হলেও ২, ১ ও ০.৫০ টাকা মূল্যমানের কয়েন লেনদেন করতে পারছেন না। ভোক্তারা জানান, দোকানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ওই মূল্যমানের কয়েন টাকা দোকানদারকে দিলে তা বোঝা বলে ফিরিয়ে দিয়ে জানিয়ে দিচ্ছেন কয়েন টাকায় জিনিসপত্র কেনাবেচা হয় না। এ নিয়ে ভোক্তাদের সঙ্গে প্রায়শই দোকানদারদের ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকছে। অনেকে বলছেন, উক্ত মূল্যমানের কয়েন ভিখারীরাও নিতে চায় না। এদিকে দোকানদাররা বলছেন তারা পাইকারি বিক্রেতাদের কাছে জিনিসপত্র নিয়ে কয়েন টাকা প্রদান করলে তা ফিরিয়ে দেয়া হয় বলে তারা ভোক্তাদের নিকট থেকে কয়েন টাকা নিতে আগ্রহ হারিয়ে ফেলছেন। এতে করে উপজেলার সর্বত্রই ২, ১ ও ০.৫০ টাকার কয়েন নিয়ে বিপাকে পড়েছেন ভোক্তারা। উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামের বাদশা মিয়া জানান, তিনি গতকাল সোমবার ৪’শ টাকার ৫ টাকা কয়েন পাল্টানোর জন্য গঙ্গাচড়া সোনালী ব্যাংক শাখায় দিলে ব্যাংক কর্তৃপক্ষে তা না নিয়ে তাকে ফেরত দিয়েছেন। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, কয়েন টাকা না নেয়ার পেছনে কি কারণ জরুরি ভিত্তিতে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ