Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ভোগের আরেক নাম উল্লাপাড়া পৌর শহরের প্রধান দুই সড়ক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম


শিক্ষা নগরী উল্লাপাড়া পৌর শহরের দুটি প্রধান সড়কের বেহাল দশায় সংস্কার উদ্যোগ না নেয়ায় জন দুর্ভোগ এখন চরমে। পাকা রাস্তা দুটির মাঝে মাঝে উঠে গিয়ে খানাখন্দে পরিণত হওয়ায় যানবাহন চলাচল কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে। উল্লাপাড়া পৌরসভার দুটি প্রধান সড়ক থানা মোড় থেকে পুরাতন বাসস্ট্যান্ড এবং পৌর ওভার ব্রিজ থেকে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা দুটির অবস্থা এখন বেহাল। উল্লাপাড়া পৌর শহরের এই দুুটি প্রধান সড়ক দিয়েই সব মানুষের যাতায়াত। কয়েকমাস হল অতি বৃষ্টিপাত এবং ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা দুটির মাঝে মাঝে পাকা উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি এবং বাসা-বাড়ির ছাদের পানি পড়ে রাস্তা দুটিতে অনেক স্থানে জলাবদ্ধ হয়ে থাকছে। থানা মোড় থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি বেশি খারাপ হয়ে পড়েছে। রাস্তাটির সিংহভাগ পাকা উঠে গিয়ে খানাখন্দ হয়ে পড়ায় যানবাহনে উঠে সাধারণ মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। উল্লাপাড়া পৌর শহরের রিক্সা চালান ফলিয়া গ্রামের লালু মিয়া। পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তার সাথে কথা হলে তিনি জানান, যাত্রী নিয়ে এই রাস্তায় চলাচল করতে পারি না। চলাচল করতে গেলে যাত্রীরা শরীরে আঘাত পায়। এ জন্য পৌর শহরের বাজারের ভিতর দিয়ে রাস্তার প্রচ- যানজটের মধ্যে দিয়ে যাত্রী নিয়ে ঘুরে চলাচল করতে হয়। এতে দীর্ঘ সময় কেটে যায়। এই রাস্তা দিয়ে যাত্রী নিয়ে চালকদের ভ্যান রিক্সা হেঁটে টেনে নিয়ে যেতে হচ্ছে। একই অবস্থা পৌর বাজারের ওভার ব্রিজ থেকে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তাটির। এই দুটি রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। রাস্তÍা দুটির বেহাল অবস্থা নিয়ে মঙ্গলবার দুপুরে মুঠোফোনে কথা হলে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম.নজরুল ইসলাম জানান,অর্থ না থাকায় রাস্তা দুটি সংস্কার করা যায়নি। জনদুর্র্ভোগের বিষয়টি মাথায় রেখে আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তা দুটি সংস্কার করা হবে। তিনি উল্লেখ করেন উল্লাপাড়া পৌর শহরের প্রতিটি ওয়ার্ডের বিপর্যস্ত রাস্তা-ঘাট ব্রিজ কালভার্টগুলো চিহ্নিত করে ইতিমধ্যে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে পৌর শহরের একটি রাস্তা-ঘাটও বিপর্যস্ত থাকবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ