বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মসজিদের মাইকে আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামছুন নূর নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনাটি গত বুধবার সন্ধ্যায় দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের জীবনপুর সোনাইনগর গ্রামের জামে মসজিদে। তিনি ওই গ্রামের মৃত রোয়াব উল্ল্যাহর পুত্র।
স্থানীয়রা জানান, শামছুন নূর গত বুধবার দুপুরে নিজের নৌকা নিয়ে স্থানীয় মজুরবাজারে যান। বাজার থেকে পরিবারের জন্য সওদাপাতি ক্রয় করে নৌকা যোগে তিনি বাড়ি ফিরছিলেন। গ্রামের কাছে পৌঁছার পর মাগরিবের নামাজের সময় হয়েছিল। তাই বাড়িতে না গিয়ে তিনি মসজিদের ঘাটে নৌকাটি বেঁধে রেখে অযু করে মসজিদের ভিতরে প্রবেশ করেন। এসময় মসজিদে কেউ না থাকায় তিনি আযান দিতে মাইক্রোফোনটি ধরা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের ফ্লোরে পড়ে যান। তার বুকের মধ্যে মাইক্রোফোনটিও আঁকড়ে ধরা অবস্থায় ছিল। কিছুক্ষণ পর নামাজ পড়তে আসা অন্যান্য মুসল্লিরা মসজিদে প্রবেশ করে এমন দৃশ্য দেখে সুর চিৎকার দেন। তারা তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলেও কোন লাভ হয়নি।
ওই বৃদ্ধ›র মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার দুপুরে জানাযা নামাজ শেষে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়েছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, মসজিদের মাইকে ভেজা শরীর নিয়ে আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লোকটির মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফনও সম্পন্ন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।