বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছনা মামলার অন্যতম আসামি রহমতুল্লাহ বিশ্বাস রনিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে খুলনার ছোট বয়রা এলাকা থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে নড়াইল জেলা পুলিশ। সে নড়াইল সদর উপজেলার মির্জাপুরের রুখালি গ্রামের মৃত জাবের বিশ্বাসের ছেলে। এ ঘটনায় এখন পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির এ তথ্য নিশ্চিত করে জানান, নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পড়ানোসহ শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পোড়ানো এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুরসালিন বাদী হয়ে গত সোমবার দুপুরে মামলা করেন। এ মামলায় ১৮০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে আড়পাড়া গ্রামের মালেক মুন্সীর ছেলে মির্জাপুর বাজারের মোবাইল ফোনের মিস্ত্রী শাওন, মির্জাপুর গ্রামের সৈয়দ মিলনের ছেলে অটোচালক রিমন এবং একই গ্রামের মাদরাসা শিক্ষক মনিরুল ইসলামকে গত মঙ্গলবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।