Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট নগরীতে ৬টি ও জেলায় ৩৫ টি পশুর হাটের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ৮:০৫ পিএম

সিলেট নগরীতে ৬টি ও জেলায় ৩৫ টি পশুর হাট বসবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪১টি কোরবানির পশুরহাট বসার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। গত বুধবার বিকালে সিলেট জেলা প্রশাসকের হলরুমে পবিত্র ঈদ উল আজহা উদযাপন ও অস্থায়ী পশুরহাট স্থাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
তিনি জানান, প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে সিলেট নগরীর ৬টি এবং জেলায় ৩৫টি পশুরহাট। এর বাহিরে কোথাও কোরবানির পশুরহাট বসার অনুমতি নাই। কোথাও অবৈধভাবে হাট বসলে ব্যবস্থা নেব আমরা। বন্যাকবলিত সিলেট জেলার খোঁজখবর সার্বক্ষণিক প্রধানমন্ত্রী নিচ্ছেন উল্লেখ করে ডিসি মজিবর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী বন্যার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আশাকরি খুব শ্রীঘ্রই বন্যা পরবর্তী পুনর্বান সংক্রান্ত নির্দেশনা আসবে।’ জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জ্যাতির্ময় সরকার, র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার সৌমেন মজুমদার, সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নিরা, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ফারজানা আক্তার মিতু প্রমুখ। জানা গেছে, পবিত্র ঈদুল আজহায় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন নির্ধারিত পশুর হাটের অনুমতি দিলেও ঈদ ঘনিয়ে আসতেই সড়ক, বিদ্যালয় মাঠ, খোলা স্থানে অবোধে পশুর হাট বসানো হয়। সেসব হাটে বিক্রেতারা গরুর চালান তুলতে না চাইলেও জোর পূর্বক গরুবাহী গাড়ির গতিরোধ করে গরু নামাতে পাইকারদের বাধ্য করা হয়, বলেন অভিযোগ ওঠে। এবার এসব ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকে নজর দিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ