Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএমপির কমিশনার হিসাবে আসছেন বরিশালের সাবেক এসপি মোঃ সাইফুল ইসলাম

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ৮:০০ পিএম

বিএমপি’র নতুন কমিশনার হিসাবে বরিশালের সাবেক পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম (বার)’কে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চট্ট্রগ্রাম রেঞ্জে বর্তমানে কর্মরত সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি মোঃ সাইফুল ইসলামকে বরিশাল মেট্রেপলিটান পুলিশের কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে। অপরদিকে আরেক প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোনতি প্রাপ্ত একেএম এহসানউল্লাহকে সারদা পুলিশ একাডেমির ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য এ দুই কর্মকর্তাই সাম্প্রতিকালে বরিশাল জেলর পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ