Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এবার না.গঞ্জ সিটিতে বসছে গরুর ১৬টি হাট, শহরে নেই

নারায়ণগঞ্জ থেকে স্টফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ৭:৩৮ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটির বিভিন্ন স্থানে এবার কোরবানির পশুর ১৬টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ এলাকায় ৭টি ও কদমরসূল এলাকায় বসবে ৯টি পশুর হাট।
ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে হাটের ইজারা চূড়ান্ত করতে দরপত্র আহ্বান করেছে। তবে, নারায়ণগঞ্জ শহরের ৯ ওয়ার্ডে কোন হাট দেওয়া হয়নি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্যাপিত হবে। সেই হিসেবে ঈদের পূববর্তী ৩ দিনের জন্য নারায়ণগঞ্জ সিটির এই অস্থায়ী পশুর হাট গুলো ইজারা দিবে।
করোনা মহামারির মধ্যেও গত বছর সিটি করপোরেশন ৬টি হাট বসিয়েছিল।
এবার হাটের ইজারা চূড়ান্ত করতে দরপত্র আহ্বান করা হাট গুলো হলো:- ১নং ওয়ার্ডে সিআইখোলা বালুর মাঠ, ৩নং ওয়ার্ডে সানারপার লিথি গার্মেন্স সংলাগ্ন মৌলভী মো. ফজলুর রহমানের খালি জায়গা, ৪নং ওয়ার্ডে টাইগার অয়্যার রি-রোলিং মিলস এর মাঠ, ৫ নং ওয়ার্ডের ওমরপুরের সিদ্ধিরগঞ্জ বাজার রোডের পাশে জালাল উদ্দিন আহম্মেদ এর খালি জায়গা, ৮নং ওয়ার্ডের গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল মিলস এর খালি মাঠ (রেললাইনের পশ্চিম অংশ), ৯নং ওয়ার্ডে জালকুড়ি উত্তরপাড়া দশপাইপ সংলগ্ন মোতালিব বেপারীর বালুর মাঠ, ১৯নং ওয়ার্ডের সামিট পাওয়ার প্লান্টের পেছনে খালি জায়গায় অস্থায়ী পশুর হাট, ২০নং ওয়ার্ডে সোনাকান্দা মাঠে পশ্চিম পাশ্বের খালি জায়গায়, ২১নং ওয়ার্ডেস্কুল ঘাট সংলাগ্ন বালুর মাঠে, ২৩নং ওয়ার্ডে পূর্বপাড়া লতিফ হাজীর মোড় সংলগ্ন খালি জায়গা, ২৩নং ওয়ার্ডে সমরক্ষেত্র, ২৪নং ওয়ার্ডে কাইতাখালি গোলন্দজ সাহেবের খালি জায়গা, ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ গুদাড়াঘাট সংলগ্ন খালি জায়গা ও ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষণখেলালা খেয়াঘাটের পাশের খালি মাঠ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ