বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল-আরোহী হাবিবুর রহমান নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এলএলবি পাস কোর্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আব্দুল জব্বারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এসআই মুজাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাবিবুর রহমান আজ সকালে মোটরসাইকেলে করে জেলা প্রশাসকের বাসভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ চালকসহ ট্রাকটি আটকের চেষ্টা করছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।