Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে পা‌নি‌তে ডু‌বে ২০ মা‌সের শিশুর মৃত্যু

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১১:৫২ পিএম

শেরপু‌রের শ্রীবরদী‌তে ডোবার পা‌নি‌তে ডু‌বে সান‌জিদা খাতুন না‌মে ২০ মা‌সের এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। বুধবার (২৯ জুন) সন্ধ‌্যায় উপ‌জেলার কু‌ড়িকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। সান‌জিদা ওই এলাকার শাহ আলম হো‌সে‌নের মে‌য়ে।

পু‌লিশ ও নিহ‌তের প‌রিবার সূ‌ত্রে জানা যায়, বুধবার সন্ধ‌্যা ৬টার দি‌কে বা‌ড়ির উঠা‌নে হাঁটাচলা ক‌রছিল শিশু সান‌জিদা খাতুন। এসময় সবার অজা‌ন্তে হাঁট‌তে হাঁট‌তে বা‌ড়ির পা‌শে এক‌টি ডোবা‌তে প‌ড়ে যায়। প‌রে প‌রিবা‌রের সদস‌্যরা তাকে খোঁজাখুঁ‌জি শুরু ক‌রে। এক পর্যা‌য়ে বা‌ড়ির প‌শ্চিম পা‌র্শ্বে জ‌নৈক সবুজ মিয়ার ডোবা থে‌কে সন্ধ‌্যা সা‌ড়ে ৬টার দি‌কে সান‌জিদার মর‌দেহ উদ্ধার ক‌রে। এ ঘটনায় নিহ‌তের প‌রিবা‌রে নে‌মে‌ছে শো‌কের ছায়া।

নিহ‌তের দাদা আ‌হেজ আলী ব‌লেন, আমার নাতী তা‌দের দোকা‌নে সাম‌নে অন‌্য বাচ্চা‌দের সা‌থে খেলা ক‌রছিল। প‌রে খেলা শে‌ষে সবাই চ‌লে আস‌লে সান‌জিদা সেখানেই দাঁ‌ড়ি‌য়ে থা‌কে। এক পর্যা‌য়ে সবার অজা‌ন্তেই আস্তে আস্তে পা‌শেই এক‌টি ডোবায় প‌ড়ে মারা যায়।

শ্রীবরদী থানার এসআই সে‌লিম মিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, নিহ‌তের প‌রিবা‌রের পক্ষ থে‌কে বিনা ময়নাতদ‌ন্তে জন‌্য আ‌বেদন ক‌রে‌ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ